কবিতা- অভিমান

অভিমান
– সোম

 

যেদিন আমি থাকবো না এই বিশ্ব ভুবন মাঝে,
মৃত্যু কোলে পড়বো ঢোলে পুষ্প চন্দনেরি সাজে!
তোমার স্বপ্ন চোখে ভাসবে কেবল আমার প্রতিচ্ছবি,
স্মৃতি কথা বারে বারে পড়বে মনে সবি।
বুঝবে সেদিন বুঝবে
আমায় শুধুই খুঁজবে!

যেদিন মোরে তুলবে কাঁচা বাঁশের সাজানো খাটিয়ায়,
মনটা তোমার কেঁদে কেঁদে বলবে হায় হায়।
হরির ধ্বনি করবে যখন খই ছড়িয়ে পথে,
যাবো আমি তোমায় ছেড়ে ঐ ছোট্টো রথে।
বুঝবে সেদিন বুঝবে
মুখের হাসি ঘুঁজবে!

যেদিন আমার জ্বলবে চিতা পুড়ে যাবো আমি,
নীরব হয়ে দূর থেকে দেখবে দাঁড়িয়ে তুমি।
বুকের ভিতর জ্বলবে আগুন হৃদয় করবে জ্বালা,
কোনো কথা শুনবে না কান সে হবেই হবে কালা,
বুঝবে সেদিন বুঝবে
কান্নায় চোখ ভিজবে!

Loading

Leave A Comment