Site icon আলাপী মন

কবিতা- দিতে পারি…

দিতে পারি……
– জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী

 

দিতে পারি, হ্যাঁ দিতেই পারি
কিন্তু কেন দেবো..
(আমার) সব কিছু কি ফেলনা,
চাইলেই সব দিয়ে দিলে
ভাববে সবই মাগনা।
যতক্ষণ না পাচ্ছ সে ধন
চাইছো হাঁকু পাঁকু
পাবার বিষম আকুলতায়
করছো হাঁকু পাঁকু
পেলেই হাতে ব্যবহার এ জীর্ণ করো সবই
না পাবার ব্যাকুলতা ভুলবে নিমেষেই।
সব কিছুরই মুল্য আছে,
সে সব ভুলে যাবে
সবটা তোমারই প্রাপ্য ছিল
এমনটাই মনে হবে
না পাবার দুঃখ কিছু, একটু তো ভোগ করো
তবেই যদি পাবার পরে
তার মূল্য বুঝতে পারো।
.

Exit mobile version