Site icon আলাপী মন

অনুগল্প-অমর রহে

 অমর রহে…
শক্তি পুরকাইত

হাবিবপুর গ্রামের মাঠ পেরোলে দেখা যায়, দখিনা বাতাসে খপ্ খপ্ করে উড়ে চলেছে একটা দীর্ঘ পতাকা। তার নীচে ইট দিয়ে গাঁথা শহীদ বেদী। তাতে জ্বলজ্বল করছে লেখাটা ‘শহীদ পলাশ মন্ডল ‘ অমর রহে…। সরকার প্রতিশ্রুতি দিয়েছে ওদের পরিবারের পাশে দাঁড়াবে, স্ত্রীকে চাকরি দেবে। দেখতে দেখতে একবছর কেটে গেছে। কেউ এসে এক গেলাস জল পর্যন্ত দেয় নি। বাবা হারানো ছোট ছোট দুই ছেলের মুখ চেয়ে মিনতি পরের বাড়িতে রান্নার কাজ করে বেড়ায়। আজ এই অঞ্চলের প্রধান হায়দার আলি আসবেন শহীদ-বেদীতে মালা দিতে। মিনতি জানলা খুলতেই দেখতে পেল বিশাল দীর্ঘ একটা মিছিল। সে দেখল ওটা মিছিল নয়, এক বছর আগে খুন হয়ে যাওয়া রক্তার্ত তার স্বামীর শবদেহ। মিনতির দু’চোখ বেয়ে নেমে এল ফোঁটা ফোঁটা অশ্রু। দূর থেকে শুনতে পেল কে যেন শ্লোগান দিয়ে উঠল ‘ শহীদ পলাশ মন্ডল অমর রহে …’

Exit mobile version