Site icon আলাপী মন

কবিতা- পরিবর্তন

পরিবর্তন
-নাজমুল হুদা খাঁন

হৃদপিন্ডের ভিতরে জমে থাকা অনুভূতির বীজ
স্বমূলে উৎপাটন করেছি আজ…
ফুসফুস নিংড়ে বের করে দিয়েছি কালো বাতাস।

নিউরনগুলো মরে গেছে
সাড়া দেবেনা কেউ..
হৃদয় নামক বোকা বাক্সে জমে থাকা মিথ্যা প্রতিশ্রুতি..
পুড়িয়ে দিয়েছি বহুকাল আগে..

সময় পেলে ঘুরে যেও আমার চারপাশে
তোমার ছায়াও পড়ে না আমার ধারে পাশে
কারণ তোমার জন্য আমি এক অন্ধকার ছাড়া আর কিছুই না।

Loading

Exit mobile version