সাজ
-তুলি মণ্ডল
যতই বলি সাজি নিজের জন্য
আসলে আমারা সাজি অন্যের জন্য।
সাজটাকে নিখুঁত করার চেষ্টা করি
যাতে কেউ ভুল না ধরে।
মন ভালো থাকলে তো সাজিই
খারাপ থাকলেও সাজি ঢাকার জন্য।
কবে থেকে যেন বন্ধ হল সাজ,মনে নেই।
অগোছালো জীবনের অগোছালো চেহারা।
ধীরে ধীরে ডুবতে থাকা হতাশার গভীরে।
তারপর বহু দিন…….
আজ অনেক দিন পর সেজেছি।
কেউ কোনো দিন সাজতেই বলেনি
তোমার মতো করে।।