Site icon আলাপী মন

কবিতা- এই অমানিশা

এই অমানিশা
-নৃপেন্দ্রনাথ মহন্ত

এই অমানিশা নাহয় নাহোক শেষ
অবিরাম দুঃখশোকে নিমগ্ন এ মন
ঘন অন্ধকারেই এখন থাকে বেশ
মিয়োনো মুড়ির মতো নিরীহ জীবন।

নির্জন দ্বীপে বসে নিজেরে কুড়োই
নিজেকে খনন করে মাঝেমাঝে দেখি
রাহুগ্রাসে যদ্যপি ক্রমশ ফুরোই
তবু দেখি ব্যথাগুলো সত্য নাকি মেকি।

ব্যস্ত রাজপথে নেই জেব্রাক্রসিং
প্রতিমুহূর্তেই অপমৃত্যুর ভয়
জীবনকে উপহাস করে রাত্রিদিন
ডুবুরি জীবন খোঁজে জলের তলায়।

কতকাল দুঃখশোকে মগ্ন রবে মন
আঁধার কি পেরোবে না রাতের উঠোন?

Exit mobile version