Site icon আলাপী মন

কবিতা- আবার বৃষ্টি নামুক

আবার বৃষ্টি নামুক
– অমিতাভ সরকার

 

তোমার জন্য কত কবিতা,
মুঠো মুঠো আবির ছড়ানো বিকেলে।
নগ্ন দুপুর বিতাড়িত আজ,
গগনে ছড়ানো অপূর্ব মিশেলে।

রামধনু কবে এঁকে ছিলে তুমি,
লগ্ন তো নয় আজও ফ্যাকাসে।
জোনাক জ্বলা নিশি পার হয়ে গেছে,
তবুও হৃদয় কেন ভাবে অবকাশে।

তৃষিত জীবন মিশে গেছে সম্প্রদান কারকে,
চাতকের আকাশ জ্বলে দাবানলে।
বৃষ্টি নামুক দূর হোক জ্বালাতন,
অমানিশা দূর হোক নতুন সকালে।

Exit mobile version