কবিতা

কবিতা- জীবন সংগ্রাম

জীবন সংগ্রাম
– শংকর হালদার

গহন অন্ধকূপে সংগ্রামী জীবন শুরু
কোটি কোটি শুক্রাণু’র পরাজয়ের তিলকে
ঘোষিত হয়েছে আপনার বিজয় বার্তা,
তখন ছিল’না কোনো অবয়ব।
সেই সংগ্রামী বীর তুমি আজকের সমাজে।
তবে পরাজয়ের গ্লানি মাখা ভয়ার্ত চিত্তে পশ্চাতে কেন!
নীরব পাষাণের মতো সংগ্রাম বিমুখ …
জীবন তরঙ্গ আছড়ে পড়ে নদী তটে অক্ষত রেখে।
জীবনে সন্তরণ প্রতিযোগীর বিজয়ী বীর তুমি।
অ-থই সলিলে শ্যাওলার ভাসমান প্রাণ …
দৃঢ় মূলে আঁকড়ে ভূমি ঊর্ধ্ব গগন দেখো ঝাঁঝালো আলোয়,
জলদে’র বঙ্কিম স্মৃতি বাঁ হাতে সরিয়ে
অভীষ্ট পূরণে নিক্ষেপ কর লক্ষ্যের বাণ
সেই সংগ্রামী বীর তুমি।
প্রলয়ের মুখে বিদ্রোহী চেতনায় উঠিয়ে নাও বৈঠা,
সংগ্রামী চেতনায় এগিয়ে যাও পূর্বের স্মৃতি সম্মুখ রেখে,
রণ সজ্জায় সজ্জিত তুমি
পঞ্চানেন্দ্রিয় পূর্ণ অবয়ব ও অমূল্য শিরে
সেই সংগ্রামী বীর তুমি।
দশদিক ভেবে নাও করায়ত্ত মুক্তো প্রাঙ্গণ
থেমে যেয়ো না সাফল্যের সীমানা ছুঁতে
পশ্চাতে শৈবাল রাশি…
এ সংগ্রাম জীবন সংগ্রাম, বেঁচে থাকার প্রেরণা
যেখানে মুক্তির পথ খোঁজা বিনাশের নয়।
যখন স্বার্থের লেলিহান শিখা উঠবে চরমে
যখন বক্রদৃষ্টি কোনে কামনার ছাপ হামাগুড়ি দেয়….
সমাজের রন্ধ্রে রন্ধ্রে,
নিশ্চিত তুমি একজন দলছুট সৈনিক, সংগ্রামী বীর নয় ।

Loading

Leave A Comment

You cannot copy content of this page