Site icon আলাপী মন

কবিতা- নির্যাতিতা

নির্যাতিতা
– সুজিত চ্যাটার্জি

 

এই নাও তোমায় জড়ালাম
ঠোঁটে ঠোঁট ঘষে দিলাম
বুকে কামনার আগুন পুরে দিলাম
এবার আমায় ডাকবে তো?

হোক নকল, ভালবাসবে তো
লোকচক্ষুর বেড়া পেড়িয়ে
পা টিপেটিপে আমার ঘরে আসবে তো
দাম ধরা, ছোঁয়ার দাম
কড়ায়গণ্ডায় মিটিয়ে দেবে তো?

কি করবো বলো, এই যে আমার পেশা গো
লজ্জা কিসের, এ আমি সে আমি নই
আমি নই, আমার যৌবন, সুডৌল উন্মুক্ত শরীর
আমি তো মারা গেছি সেই কবেই
ধর্ষিতা মানবতার সাথেই, তোমার হাতেই।

Exit mobile version