কবিতা

কবিতা- পাখির পালক পড়লো জলে

পাখির পালক পড়লো জলে
– অনোজ ব্যানার্জী

পাখির পালক উড়ে এসে পড়লো আমার জলে।
বাড়াভাতে ছাই দেওয়া, কাকেই বা আর বলে!!
তেষ্টায় বুক যাচ্ছে ফেটে, জলপান কি নেইকো ঘটে?
জানিনা কি কারণে বিধি, আমার উপর আছে চ’টে।
কখন থেকে ভাবছি বসে,করবো পান সুমিষ্ট জল।
বালতি পেতে তাইতো আমি,দিলাম খুলে জলের কল।।
পাখির পালক করছে খেলা,এখন আমার খাবার জলে।
অবাক চোখে দেখছি বসে,ভাগ্যটা কোন পথে চলে।।
কলের জল ও হলো বন্ধ,অতিথি -কারেন্ট গেল চলে।
ঘরেও নেই স্টক জল,জানিনা কি আছে কপালে!!
পাতালের জলও যাচ্ছে ফুরিয়ে,, এবার তেষ্টা মিটবে কিসে?
সাধের এই পৃথিবী ছেড়ে অন্য গ্রহে হবে কি যেতে শেযে?

ঈশ্বরের ইচ্ছায় নাকি চলছে এই জগত, চলছে সবকিছু।
তবে ছায়ার মত শয়তান ছাড়েনা কেন আমাদের পিছু?

Loading

2 Comments

  • Anoj Banerjee

    কবিতাটি প্রকাশ করার জন্য সুধী সম্পাদক মশাই, শ্রদ্ধেয় এডমিনবৃন্দ,, সংশ্লিষ্ট সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ধন্যবাদ ও কৃতজ্ঞতা

Leave A Comment

You cannot copy content of this page