সত্য-মিথ্যা
– কৃষ্ণ বর্মন
মিথ্যেটাকে অবিকল সত্যের মত মনে হলেও
আসলে সে সত্য নয়।
সত্যের জন্য যারা সব ছাড়ার পণ নেয়
তাঁদের পণটাই একটা আস্ত মিথ্যের বেসাতি।
মরা মরা বলে শুধু জপ করলেই
রত্নাকর থেকে বাল্মিকী হওয়া যায় না।
মরার ভিতরের প্রাণ স্পন্দনটাকেও অনুভব করতে হয়,
তবেই না রামনাম আসে সচেতন কিংবা অবেচতনে।
সত্যকে এখন মিথ্যের মোড়কে আবৃত করে
সুকৌশলে মিথ্যেবাদীরাই স্বীকার করে–
আমার কোনো সত্য নেই।
মিথ্যের মৃত্যু বলে কিছু নেই।
মৃত্যু শুধু সত্যের।
একটা অসৎ সত্যের থেকে সৎ মিথ্যে
সত্যি সত্যিই হয়তো বেশী সত্য
তবে যেকোনো ভাবেই হোক সত্যের সৎকার
কোনো দিনই কারো পক্ষে সুখকর ছিল না।
মিথ্যেকে যারা মদত দেয়
তাঁরাও জানে মতাদর্শে কিংবা দর্শনে
সত্য সর্বদা সত্যই।