Site icon আলাপী মন

কবিতা- উন্মনা মন

উন্মনা মন
-সীমা চক্রবর্তী

 

আমার বুকের ভিতর মরুভূমি
চক্ষু মাঝারে এক মহা সাগর
উদভ্রান্ত দিক-বিদিক
নোনা বালু ঢাকা হৃদয় চরাচর।

যা কিছু আছে, সবই ব্যার্থ
প্রখর দহনে কেবলই চিতা ভষ্মরাশি
নিয়তির ঝঞ্ঝায় কাঁপে বনভূমি,
অগ্নিশিখার কুটিল হাসি।

শীতের নগ্ন শাখের
শেষ পাতাটির মতো কম্পিত ভীরু অন্তর
ঝলসানো দিনে একফোঁটা
শিশিরের প্রত্যাশায় মন-প্রান্তর।

এখনই যদি ধ্বনিত হতো
এই অন্তিম বাতাসের বিজয়তূর্জ
বে-হিসাবি সময় থাকতো পরে,
অগ্নিবীণায় ঝংকৃত হতো চন্দ্র – সূর্য।

শেষ লগ্নে হবে শেষ কথা
জীবনের পরিণতি একমুঠ ছাই
ফেরা যাবে না আর এই ধরণীতে
মহাকাশের মহা শূন্যে হবে ঠাঁই।

Exit mobile version