দাবি
-সোম
ওরা কেন ধনী ,আর আমরা কেন গরিব ?
ওরা মানুষ আমরা মানুষ,তবে কিসের ধনী-গরিব!
আমরা চাষি আমরা শ্রমিক মুটে মজুরের দল,
আমরা চালাই ঠ্যালা গাড়ী আমরা চালাই কল!
ধনী থাকে রাজপ্রাসাদে আমরা কুঁড়ে ঘরে,
দুঃখ নিয়ে বিশ্বমাঝে রব কেমন করেl
ওসব কথা মানিনা আজ মানতে হবে দাবি,
নয়তো মোরা ছিনিয়ে নেব ধন-সিন্দুকের চাবিl
ধনীর মতো গরিবের ও আছে বাঁচার অধিকার,
তবে ক্ষিদের জ্বালায় গরিব কেন করবে চিৎকার?
ধনী মোদের আর কত রক্ত চুষে খাবি?
এবার ফিরিয়ে দিতে হবে দীনের ন্যায্য দাবী
এ নয়তো মোদের চিৎকার, এ নয়তো আর্তনাদ;
এ গরিবের দাবি, এ দরিদ্রের প্রতিবাদ !