Site icon আলাপী মন

কবিতা- নূতন মা

নূতন মা
– প্রবীর রায়

 

আজ আমি দেখলাম এক নূতন মাকে চৌরাস্তার ছোট্টপ্রান্তে
কন্যা সন্তান জন্ম দেওয়াই ত্যাগ করেছে সব পরিবার
স্বামী পর করেছে ডাইনি বলে,মানেনি মা তবুও হার
কুলক্ষ্মী নাম দিয়েছে,অধিকারটাও সব কেড়েছে
সমাজ দেয়নি সাথ,মুখের কথায় তির মেরেছে
মা ত্যাগ করেছে ভীত ও লাজ, শিশুর মুখটি চেয়ে
বাঁচাতে হবে ওকে,একদিন উত্তর নেবে চেয়ে
পথকে করেছে নিজের বাসা সাহিত্য করেছে কর্ম
বাঁচায়নি তো সমাজপতি বাঁচায়নি তো কোনোই ধর্ম
মা ঝড়-বৃষ্টি-শীত-গ্রীষ্মে পায়নি কাঁথা-ছাতা
পথে বসে করতো গল্প-অনর্গল বইতো কবিতা
একদিন সে বড় হল করলো বাজিমাত
প্রশ্নের পর প্রশ্ন করে ওদের করলো কুপোকাত।

Exit mobile version