কবিতা- প্রতিশ্রুতি

প্রতিশ্রুতি
-নাজমুল হুদা খাঁ

বাতাসে কিছু মিথ্যে ঘুরে বেড়াচ্ছে
যাযাবর মেঘের মতো
কিছু মেঘ বৃষ্টি ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ছিল
কিন্তু বর্ষা আসলো না এক পশলা,
বর্ষা নামার পঞ্চবার্ষিকী পরিকল্পনা
কিন্তু কোথায়???
কেবলই খরা দেখলো শষ্য ক্ষেত..
কিছু ফসল পচে গলে মিশে গেল মাটিতে।
কিছু তৃষ্ণার্ত চাতকের জলের অভাবে প্রাণ হল বলিদান।

খামখেয়ালী মৌসুমি বায়ু এবার হয়তো আসার সময় হয়ে এসেছে।
আবার হয়তো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চাতকের বুকের উপর দিয়ে চলে যাবে।
প্রবল বেগে বৃষ্টি ঢেলে দেবে মেঘালয়ের কোলে।
আর রাজস্থান মরুভূমি যেমন ছিল তেমনই থাকবে
তার বুকে খরা..তার বুকে যন্ত্র্ণা….
তার বুকে হাহাকার..
এরকম অজস্র মরুভূমির যন্ত্রণা…
দ্বিগুন বেড়ে যায় বৃষ্টির অভাবে..

Loading

Leave A Comment