কবিতা

কবিতা- বিশ্বাসে মেলে ভালবাসা

বিশ্বাসে মেলে ভালবাসা
(একটি ইংরাজী অনুচ্ছেদ দ্বারা প্রভাবিত)
-সঞ্চিতা রায়

 

প্রাকৃতিক নিয়মে নর-নারী
কাছাকাছি আসলে অনেক
ক্ষেত্রেই জন্ম নেয় ভালবাসা।
কখন ও বা তা দুটি হৃদয়েই
বয়ে চলে, কখন ও বা হয় তা একতরফা
এমন ই ঘটনা ঘটেছিল
শ্রীজিৎ ও শ্রীতমার জীবনে।
শ্রীতমার হৃদয় জুড়ে শুধুই শ্রীজিৎ।
কিন্তু শ্রীজিৎ এর হৃদয়ে শ্রীতমার নাই স্থান|
শ্রীতমার মনে ওঠে ঝড়|
জানতে চায় সে বিধাতার কাছে,
শ্রীজিৎ কী তাকে ভালবাসে?
বিধাতা করলেন কাণ্ড এক।
পাঠালেন ধরাধামে একটি চেয়ার।
বলে পাঠালেন, মিথ্যা বললে
জ্বলবে লাল আলো,
আর সত্যিতে সবুজ|
শ্রীজিতের মুখে ‘ভালবাসি’
শোনার প্রতীক্ষায় শ্রীতমা|
সান্তনা দিতে শ্রীজিৎ বলে
হ্যাঁ ভালবাসি।
জ্বলে ওঠে লালবাতি।
এ যে বড় মিথ্যা কথা|
“না না এ হতে পারে না”।
চিৎকার করে বলে ওঠে শ্রীতমা|
“আমার বিশ্বাস মিথ্যা হতে পারে না,
মিথ্যা তোমার চেয়ার বিধাতা
হয়েছে কোথাও গণ্ডগোল।”
অবাক হয় শ্রীতমার গভীর বিশ্বাসে শ্রীজিৎ।
মনের মধ্যে হয় তোলপার|
এত বিশ্বাস?
শ্রীতমার অনুরোধে আবার চেয়ারে
বসে বলতে হয় “হ্যাঁ ভালবাসি”।
কিন্তু জ্বললো যে সবুজ বাতি।
কী ঘটে গেল এতটুকু সময়ে?
বিশ্বাসের জোড় জাগালো যে ভালবাসা
হয়তো গহন মনের অন্তরালে
লুকিয়ে ছিল ভালবাসা
বিশ্বাসের জাদুকাঠির স্পর্ষে
উঠলো তা জেগে।
ভালবাসায় বিশ্বাস ই
যে পারে ভালবাসাকে জিতে নিতে।
ভালবাসাই পারে ভালবাসাকে জিতে নিতে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page