Site icon আলাপী মন

কবিতা- এখন ব্রজবুলিতে

এখন ব্রজবুলিতে
-সুমিত মোদক

 

তক্ষশীলায় তোমার সঙ্গে দেখা হয়ে ছিল;
তক্ষশীলায় তোমার সঙ্গে দেখা হয় বার বার;
আজও…..
আমি তখন ব্রজবুলি ভাষা রপ্ত করছি;
তখন তুমি রাইকিশোরী বৃন্দাবন;
ভিতরে ভিতরে বেজে চলে আড়বাঁশি
বসন্ত রাগে;
যমুনাতে জলচ্ছ্বাস …..
তার পর কেটে গেছে বহু যুগ;
আমার শব্দ চয়ন এখন ব্রজবুলিতে;
আমার সাফল্য তোমার কন্ঠে;
আমার ব্যর্থতা তোমার হৃদয়ে;
আজ এই পড়ন্ত বিকেলে
রোমার অলৌকিক নূপুর বাজে
আমারই চরাচর ভূমিতে;
আর আমার আমি একটু একটু করে ডুবে যাই
গভীর থেকে আরও গভীরে মিথিলা নগরে।।

Exit mobile version