নোঙর
– পারমিতা ভট্টাচার্য
আজ আমি নিঃশব্দতার নুড়ি কুড়াই
এক আবেগী ক্ষীণস্রোতা নদীর বুকে।
মনের জ্বালাগুলো শুধুই দাবানল হয়ে জ্বলে,
মিথেন গ্যাসের স্পর্শে আলেয়াও হয় কখনো কখনো।
সমুদ্রের বালুকা ফসল হাতে ধরে রাখি প্রাণপণ,
পাথরের খাঁজে আটকানো স্বপ্নেরা করে আর একটা
জোয়ারের অপেক্ষা দিগন্ত ছোঁবার আশায়।
মিথ্যা মোড়কের ভালোবাসা, ভোরের আলো ফোটার
সাথে সাথেই বেরিয়ে পড়ে জাগতিক অন্বেষণে।
আর, আমি অপেক্ষা করি একটা সুখের ডিঙির
কখন সে নোঙর করবে আমার হৃদয় তীরে।
সমাপ্ত।