কবিতা- আজও এলে না

আজও এলে না
– রাজশ্রী রাহা চক্রবর্তী

 

তুমি বলেছিলে আসবে।
বসেছিলাম তোমার পথ চেয়ে
কত দিন, কত রাত …
একদিন শনশন করে বাতাস বয়ে গেল
আমি তখন নির্জনে একাকিনী
মাঝে মাঝে দু একটা পাখি ডেকে উঠছে।
যেন বলছে, আমরাও আছি, তুমি একা নও
আমি ভাবি, শুধু ভাবি , তুমি আসবেই …
আবার একদিন,
দখিনা বাতাস ভেসে এল,
ফুলের সুবাসে পেলাম তোমার আমন্ত্রণ,
চমকে উঠলাম আমি ,
ত্রস্ত পায়ে পেরিয়ে এলাম অনেকখানি পথ —
পাখির ডাক, পথের কাঁকর কিছুই হল না বাধা
কিন্তু, তুমি কোথায়?
আজও এলে না ….

Loading

Leave A Comment