কবিতা- আমার ধারাপাত

আমার ধারাপাত
– নৃপেন্দ্রনাথ মহন্ত

 

এক এক্কে এক
পৃথিবীটা কী সুন্দর! চক্ষু মেলে দেখ।
দুই এক্কে দুই
ইচ্ছে করে আকাশটারে হাত বাড়িয়ে ছুঁই।

দু’য়ে একে তিন
চাঁদের অনেক সঙ্গী থাকে,সূর্য সঙ্গীহীন।
তিনে একে চার
নিজের তেজে পার হয় সে দুঃখ-পারাবার।
চার একে পাঁচ
ভোর হলেই দোর খুলে দেখি আলোর নাচ।
পাঁচ একে ছয়
লেখাপড়া শিখলে হয় সকল দুঃখ জয়।
ছয় একে সাত
বিদ্যাবলে করা যায় সকল কিস্তিমাত।
সাত একে আট
সাবধানে পেরোতে হয় তাবৎ রাস্তাঘাট।
আট একে নয়
সৎপথে চলতে গিয়ে কেউ কোরো না ভয়।
নয়ের পরে দশ
মানুষ হয় মানুষের চরিত্রগুণে বশ।

Loading

Leave A Comment