কবিতা

কবিতা- দমকা হাওয়া

দমকা হাওয়া
– বিশ্বদীপ মুখার্জী

 

সেই হাতটা বহু দিন ধরেনি কোনো কলম
অভিশপ্ত জীবনের জঞ্জাল উঠিয়ে সে আজ ক্লান্ত।
টেবিলের এক কোণায় অবহেলায় পড়ে থাকা ধুলো মাখা কলম
আজ শ্রাবণের বৃষ্টির মত ঝরতে চায় অবিশ্রান্ত।
কলম কখনো নেয়নি থামার শপথ
যেতে চায় সেই হাতের কাছেই বারংবার
এক দমকা হাওয়া নিয়ে আসে সেই হাতে নবস্ফূর্তি,
যেন তাতে হয় নতুন প্রাণের সঞ্চার।
নিজের পুরনো রূপে ফিরে আসা কলমও
আজ উৎসাহিত,
চারিদিকে উঠবে নতুনের জয়ধ্বনি আবার,
সেই দমকা হাওয়ার হাত ধরে
কলম আজ কবিতার সাথে হয়েছে একাকার।
সেই নিষ্প্রাণ হাত আবার উঠিয়েছে আওয়াজ,
উড়িয়েছে বিজয় কেতন আজ নিজ শৌর্যেই।
তোমার ফিরে পাওয়া কবিতা গুলোর জন্ম
সেই অজানা দমকা হাওয়ার বীর্যেই।

Loading

Leave A Comment

You cannot copy content of this page