স্বপ্নে দেখা
-অমিতাভ সরকার
এক অতৃপ্তির রাতে তৃপ্তি এসে হাজির হলো,
বাতায়নে গভীর রাতে তারারা হাজির ছিল।
চাপ চাপ জোনাক জ্বলা, মোলায়েম চাঁদের আলো,
ঝিরি ঝিরি বাতাস, হাসনুহানার সুগন্ধ ঘরের আনাচে কানাচে।
তুমি প্রেম এলে,আমাকে, আমার মনকে, আমার হৃদয়কে,আমারঅস্তিত্বকে উৎফুল্লিত করলে।
আমি আমার পালঙ্কে নিষ্পলক দৃষ্টিতে তোমাকে অনুভব করলাম ।
হৃদয় জুড়ালে আমার।
সহসা তুমি চলে গেলে কেন?
খান খান হয়ে গেল আমার জীবন।
আছড়ে পড়ল সমুদ্রের ঢেউ পারে একের পর এক।
আমি আছাড় খেতে থাকলাম সেই ঢেউয়ে।
কি যন্ত্রনা বোঝানোর ক্ষমতা নেই আমার।
হঠাৎ বসন্তের কোকিল ডেকে উঠল কুহু কুহু রবে।
বাতায়নের ওপারে গোছা গোছা তখন সজনে ফুল,
দূরান্তে হলুদ রঙের সরষে ফুল, অফুরন্ত নানা রঙের ফুলের বাহার।
তুমি আবার খিলখিল করে হেসে উঠলে।
চা হয়েছে ওঠো শব্দে তুমি হারিয়ে গেলে আবার।
মায়াবী রাত হারিয়ে গেল।
স্নান সেরে লাল পেড়ে শাড়ি পড়ে ,এলো চুলে, চায়ের ট্রে হাতে তুমি অনন্যা রুমা।
আমার বাস্তব জীবন।