ছদ্মবেশী
. -শংকর হালদার
জীবনটা যেন এক রাজপথ,
রূপ রস গন্ধ যেটুকু থাকার তা মাটিতে মিশেছে
হিংস্র দৃষ্টির তৃষ্ণা মেটাতে ।
খাতা ভরা একমুখী লেনদেন গুণের গা ঘেঁষে
সংখ্যার গুণিতক নামতার মান রাখে,
ওরা সমাজ ধারক বাহক শ্রম ঝড়ে সারা গা বেয়ে।
নুনের অ-মূল্য হিসাব জমা থাকে পথের ধূলিকনায়…
জমাট ইস্টক প্রস্তর খন্ডে,
ওরা নিরব অশ্রু ঝড়ায়
কেবল গলি দিয়ে মনটাকে নিয়ে যাওয়া ছাড়া…
তবু কি মুক্তির উপায় রুদ্ধ কারাগার, দীর্ঘ নিশ্বাস!
বুক ভরা আর্তনাদ কেউ কি তা শুনতে পায়!
শিখাহীন প্রাণটুকু আলোক খোঁজে
চোখের পাতায় মরীচিকার স্বপ্ন
বুকের খোপে ক্রিড়া করে ধুকধুক প্রাণ …
চাপা পড়ে স্বার্থান্বেষী কূটনৈতিক করাল চক্রে।
দেওয়া নেওয়ার হিসাব নিকাশ ফিরে দেখে নিও
যেদিন গদির স্বপ্ন ফুরাবে,
সেদিন মুখোশ ধারীর রক্তাক্ত ছিন্নশির পদতলে…
কাহিনী কেবল কাহিনী হয়ে থাকে
ইতিকথার ইতি টানে এমন এক বহুরূপী সমাজ ।