Site icon আলাপী মন

কবিতা- হয়তো কেউ অন্তরালে!!

হয়তো কেউ অন্তরালে!!
 -রাণা চ্যাটার্জী

 

বড় বেমানান হয়েছি বারেবারে,
বলেছি এতো ভালোবাসা ভালো নয়
“এড়াচ্ছি আমি” এ ভুল ভাবনায় বিঁধেছ নিজেকে,
             লক্ষণ গণ্ডিতে আবদ্ধ রেখে
                           আঘাতে হয়েছে দিশাহীন।

আঁকড়ে ধরেছো ধরো
              শেকল না পড়াক অধিকারবোধ,
  আমি তো স্বেচ্ছায় ধরা দিয়েছি নিজেকে,
ছেড়ে চলে যেতে নয়,বন্ধুত্বের দায়িত্ব কর্তব্য ছিঁড়ে।

“হয়তো কেউ আছে” অর্থহীন এ চিন্তার নাগপাশ মুক্ত হয়ে স্বাদ নাও আমাদের শুভচিন্তক বন্ধুত্বের।
যার মিঠাসে উদ্বুদ্ধ হয় হৃদয়, প্রাণ পায় গুমোট হাওয়া,
বুঝেয়েছি, উপলব্ধিতে অনুভব করেছো বহুবার তোমার আমার মাঝে সন্দেহের বীজ বপনের নেই অবকাশ ,
      আমি যেটা নই কি করে তা সই
                  সন্দেহ বাসা মনে তবু জেগে রই।
সহজে যায় সয়, নেই তাতে ভয়
      হয়তো কেউ আছে এ ভাবনায় অবক্ষয়।

অন্যদের দ্বিধাহীন লাইক কমেন্টস ঝড় না তুলুক, থামুক মনের অলিন্দে “তারা কি কেউ” আলোড়ন।

ভরসা বিশ্বাসের সুগঠিত বোঝাপড়ায় আঘাত নয়,
খোলামকুচি হতে লাগে না বেশিক্ষণ,
 পড়ে যেন ভুল করেছি -এ বোঝা বয়ে বেড়াতে না হয় সামান্য না বুঝতে পাড়ার মাসুল দিয়ে।

Exit mobile version