Site icon আলাপী মন

কবিতা- অবস্থান

অবস্থান
-পাপিয়া ঘোষ সিংহ

 

আমি ভালো নেই, তুমি ভালো নেই,
সে কি ভালো আছে? নিশ্চয়ই না।
আকাশে মেঘের ঘনঘটা,
বাতাসে কার্বনডাইঅক্সাইডের প্রাচূর্য,
নিঃশ্বাসের বিষে বিষাক্ত মন, হৃদয়।
খিদে কেড়েছে সম্ভ্রম, ধরিয়েছে ভিক্ষার ঝুলি।
কাজ নেই তো! তাই ক্ষুন্নিবৃত্তির একটাই পথ।

আমি ভাবি তুমি ক্ষমতাশালী,
অর্থ, প্রতিপত্তির কার্পেট বিছানো তোমার পথ।
না তুমিও সুখী ন‌ও। ঐ প্রাচূর্য তোমার —
সন্তানকে করেছে নেশাগ্রস্ত।
জীবনে পেতে পেতে পাওয়াটাই করেছে হতাশাগ্রস্ত,
আর‌ও চাওয়ার উদগ্র বাসনা করেছে পথভ্রষ্ট।

সে মধ্যবিত্ত, সরকারি চাকুরে।
ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়ায়,
আমি, তুমি ভাবছি, দেখছি ঈর্ষান্বিত হচ্ছি।
সেও ভালো নেই। সরকারের কাছে মুচলেখা দিয়েছে।
উঠতে, বসতে সরকারের বদান্যতায় মাথা ঝুঁকে পড়ে।
শিক্ষিত ছেলে মেয়েরা বেকারত্বের জ্বালায় মরছে।

আমি, তুমি, সে ভিন্ন অবস্থানে।
তবুও কোথাও একাকার হয়ে আছি।
বেঁচে আছি, না পাওয়ার যন্ত্রণা কুুুরে খায়

ভালো থাকতে পারি, তুমি একটু ত্যাগ করো,
সে এসে পাশে দা়ঁড়াবে। আমি একটু উঠবো।
তুমি, আমি, সে —এক‌ই অবস্থানে, এক চাহিদায়।
সমান হয়ে বড়ো সুখে

Exit mobile version