Site icon আলাপী মন

কবিতা- শব্দসঙ্গী

শব্দসঙ্গী
– প্রদীপ কুমার সামন্ত

 

শব্দের পর শব্দ দিয়ে
ছন্দের পর ছন্দ নিয়ে
আমি যে কাব্যমালা হৃদয়ে গেঁথেছি
সাহিত্য ভান্ডার পূর্ন হোক আজীবন ।

জীবন পাতায় এঁকেছি ভালবাসার ছবি
গভীর গোপনে কখন মন হয়ে যায় কবি
ছন্দরা গহিন আঁধারে অন্তরালে
আমার ছায়াসঙ্গী হয়ে যায় ।

মায়াবী আকাশ , তারাদের মেহফিল
তাই দেখে মনে হয় টাইগার হিল
রূপে রসে গন্ধ্যে সুরছন্দে
আমার হৃদয় কবি হয়ে যায় ।

চোখের পর্দা সরালে , দেখি ফুলের হাসি
দোদুল দোলায় মন বাগিচায় স্বপ্ন রাশি
ফুল পাখি গান, ঝর্ণা নদী হয়ে
ভরে আমার নিত্যসঙ্গী সাহিত্যের খাতা ।

শুন্য প্রান্তরকে দেখি নন্দনকানন
লাল নীল পদ্ম ভিড় করে চোখের পাতায়
পারিজাত ফুল হয়ে ফোটে কবির চোখে
আমি এক ভাবুক লাজুক নিঃসঙ্গ কবি।

Exit mobile version