Site icon আলাপী মন

কবিতা- এই শ্রাবণে

এই শ্রাবণে
শিলাবৃষ্টি

 

আদিগন্ত চেয়ে দেখ নীল শুধু নীল,
নদী আর সাগরের দেখেছ কি মিল?
চারিদিকে জলোচ্ছ্বাস ভরে যায় মন,
জুড়ায় হৃদয় মোর, জুড়ায় নয়ন।

যতদূর আঁখি যায় জল শুধু জল…
ঢেউ আসে ঢেউ যায় নদী কলকল্।
ছোট ছোট খেয়াতরী বেয়ে যায় মাঝি,
কোথায় চলেছে তারা অবেলায় আজি!

দূর হতে ভেসে আসে ভাটিয়ালি গান…
আকুল হৃদয় টানে টানে মন প্রাণ।
আসে মনে ক্ষণে ক্ষণে “সোনার তরী”-
যাহা ছিল নিয়ে গেল হৃদয় হ’রি।

তীরে আসি আছাড়িছে ঢেউ আর ঢেউ ,
তার ভাষা, তার মন বোঝে না তো কেউ।
হঠাৎ অম্বর মাঝে আঁখি মেলি চাই……
কালো মেঘ ধেয়ে আসে, মল্লার গাই।

এলোমেলো হাওয়া লেগে উড়ে যায় পাল,
পাগল পবন ধায় — হয়েছি মাতাল ।
নামিল শ্রাবণ ধারা জল ছল্ ছল্ ……
সারা তনু, সারা মন, ভিজিল কুন্তল।

হৃদয় মাঝারে মোর কে আজ নাচিল!
তাতা থৈ তাতা থৈ ঘুঙুর বাজিল।

এত বারিধারা, ভিজে দিশেহারা,
অলোক ছুঁয়েছে মোর;
এত রূপরস দেখিনি তো আগে,
জলধর ঘনঘোর।

ময়ুরের মত নাচিল হৃদয়,
উল্লাস এ কী উল্লাস!
“আমার আমি” কে খুঁজে নাহি পাই,
সিক্ত আজিকে আমার আকাশ।।

Exit mobile version