ফেসবুক জানালা
– সীমা চক্রবর্তী
একটা প্রশ্ন মনের ভিতর
পাক খাচ্ছে রোজ
জানি না প্রশ্ন টা আমার
কঠিন না সহজ …?
তোমার সাথে কখনোই কি
হবে না দেখা আমার….
চা’এর আসরে একসাথে
অবসরে একটু খানি থামার….?
প্রতিদিন কতো কথার ফুলকি
ফেসবুক জানালায়
কিছু ভালো লাগা, কিছু চঞ্চলতা
একলা নিরালায়…।
জানি….
তোমার সাথে এক কাপ চা
কখনোই হবে না খাওয়া
মুখোমুখি বন্ধুত্বের প্রতিশ্রুতি
হবে না এ জীবনে পাওয়া।
বুঝতে পারি ততটুকুই অপরের
যতটা মন বোঝায়
সত্যি হোক বা মিথ্যা, যাই হোক
একাকীত্বটা মোছায়….।
এই জানালা দিয়ে কতো ভোর এসে
রাঙিয়ে দেয় মন।
খুঁজে যাই শুধু আলোর রোশনাই
খুঁজে যাই প্রাণপণ।
বুঝি…
তোমার সাথে এক কাপ চা
কখনোই হবে না খাওয়া
হবে না জানি, একসাথে বসে
ভুল সুরে গান গাওয়া।
ফেসবুকের খোলা জানালায়
ভাসে কতো বন্ধু’র মুখ
কতো গল্প, কতো ভাগাভাগি
কতো কথা দুঃখ সুখ।
এও জানি এটা পরম পাওয়া
শুধুই আনন্দময়
আজ আছি কাল থাকবো কি না
হচ্ছে জীবন ক্ষয়।
সত্যি….
তোমার সাথে এক কাপ চা
কখনোই হবে না খাওয়া
র’য়ে যাবে শুধু ফেসবুক জানালায়
শব্দের আসা – যাওয়া।