একদিন
– পলি ঘোষ
আজ আমার শূন্যতা তুমি অনুভব করতে পারবে না,
যখন আমার অহংকার বেড়ে গেলো আমার স্বপ্নে
তখন তুমি বুঝবে সেদিন বদলে গেছে বহু দূরে
এক চিলতে রোদে পাখনা মেলে উড়ে গেছে চিন্তা ভাবনাগুলো মোর মুখে।
আমার স্বপ্নে বিভোর নিরন্তর বিরহ অনল ভেজাই চোখের জলের সাথে
লড়াই করে বেঁচে থাকা এক গভীর রাতের।
আমার নীড় বাঁধে হৃদয় জমিনে এক রঙা মেঘে রাঙিয়ে নিয়ে এগিয়ে যাওয়া অনেক গভীর ঘুমের ঘোরে।
আমার মনের মাঝে শিহরন যেন মাটির উর্বর জমিতে নামিয়ে আনলো এক অসাধারণ অনুভূতি।
আমার নীড় আছে এমন একটি জায়গা
যেখানে আমার খেলা বসন্তের কোকিল কালো মেঘের পালক ঝরে পড়ল
হঠাৎ করেই বুকের ভিতর বাহিরে অন্তরে অন্তরে।