কাল্পনিক
– নাজমুল হুদা খাঁন
হঠাৎ যদি মৃত্যু হয় আমার
যদি ছিন্ন হয় মায়ার বাঁধন
যদি দেহের কোষগুলি পরিণত হয় পাথরে
মেকি কান্নার বর্ষন হবে সেদিন
কেউ বা বন্ধু হারাবে, কেউ হারাবে শত্রু
কেউবা প্রিয়জন, কেউ বা ভালো থাকবে আমৃত্যু
নক্ষত্র থেকে নক্ষত্র হবে আমার বাস
আমার অস্তিত্ব আর আন্দোলিত হবে না,
তোমাদের কক্ষ পথে।
কিছু পরাধীন দেশ হবে স্বাধীন
স্বৈরাচারী রাজার হাত থেকে।
কিছু খাঁচায় বন্দী পাখি মুক্ত হবে আকাশে।
আমার মৃত্যু হলে আনন্দ পাবে
কয়েক শতাব্দীর বন্দী কয়েদি।