Site icon আলাপী মন

কবিতা- আনমনা এক মেয়ে

আনমনা এক মেয়
-পারমিতা ভট্টাচার্য

 

মেঘের ভিতর মেঘ জমেছে দেখো
মনের মেঘের খোঁজ আর কে রাখে?
মেঘে মেঘে বেলা বাড়ছে বাড়ুক
দু চোখ বেয়ে বৃষ্টি নামে স্মৃতির প্রতি বাঁকে।

আকাশে ওই কালো মেঘের ঘনঘটা
মন খারাপেরা দল বেঁধে আসে আজ,
বুকের মধ্যে বাজে মেঘমল্লার রাগ
সঙ্গোপনে আবেগ মেখে হৃদয় সারে কাজ।

চুল খোলা ওই আনমনা এক মেয়ে
দাঁড়িয়ে আছে বৃষ্টিসিক্ত ঝোলা বারান্দায়,
ইলশেগুঁড়ি বৃষ্টি বুকে মেখে
মেঘের দেশে অতর্কিতে হারিয়ে সে আজ যায়।

আজ বাকি না হয় শুধু স্মৃতিটুকুই থাক
মুখরিত হোক বিরহ স্মৃতি এই বর্ষামুখর দিনে,
একলা পাগল গান গেয়ে চলে পথে
শুধু তোমার আমার দূরত্ব শতেক যোজনের।

 

Exit mobile version