কবিতা- নিজেকে খুঁজে ফেরা

নিজেকে খুঁজে ফেরা
-সুজাতা দাস

 

অনুভূতিরা অসফল আজও চোরা বালির মতোই-
হৃদয় খুঁড়ে ফল্গু জাগাতে বেদনার যুদ্ধ শত শত-
তবুও খুঁজে ফেরে মন অসময়ে অবাক হয়ে আজও-
ভালোবাসার স্রোত বয়ে আনে সৌরভ অবিরত-
পথ চলাতেই যে আনন্দ তা পথ হারানোতে কোথায়?
নিত্য নতুন মিথ্যাচার হারিয়ে দেয় সত্যের অপলাপ-

ভালোলাগা গুলো কেমন করে ভালোবাসা হয়ে যায়-
আজও আশারা হাতছানি দিয়ে অলক্ষ্যে ডেকে যায়-
ফেলে আশা শৈশব ফিরে পেতে আজও খোঁজ করা-
জীবনটা জীবনের মতো করেই ভেঙেছিল পথ চলা-
তবুও চিনচিনে ব্যথাটা মাঝেমাঝে নিজেকেই খোঁজে-
হয়তো তানপুরাটা নিজেই সেই পুরোনো সুর সাধে-

ঐ বাঁশির করুণ সুর কী হ্যামিলটনের বাঁশিওয়ালার-
যা কল্পনাতেও বেজে চলে অহর্নিশি আর অবিরাম-
যার সুরে আজও হারিয়ে যাওয়া নিজেকে খুঁজতে-
নিশি যাপনের ব্যথা আজও তেমনিই বুকে বাজে-
আজও আশারা হাতছানি দিয়ে ডেকে চলে অলক্ষ্যে-
এখনও অনুভূতিগুলো নির্জীব আর নিরলস রয়েগেছে।।

Loading

Leave A Comment