Site icon আলাপী মন

কবিতা- ভালোবেসেছিলাম তোকে

ভালোবেসেছিলাম তোকে
– সব্যসাচী গোস্বামী

 

বিষণ্ণ মনের কুঠুরিতে
আধো আলো আধো ছায়ায় আচ্ছাদিত
এ মন!
জানালার কার্নিসে খুনসুটিতে ব্যস্ত একজোড়া শালিক৷
চাওয়া পাওয়ার দ্বন্দ্বে নিমজ্জিত সভ্য আমি!
অহম্‌ আর ইগোর লড়াই
কেড়ে নিল দু’টি হৃদয়…
সবুজ দ্বীপের একজোড়া পাগল প্রেমী
আমিত্বের ফণায় জর্জরিত!

একমুঠো বৃষ্টি কিনেছিলাম
তোকে আমার মতো করে ভিজাব বলে!
ইচ্ছে ছিল…
তোর স্নাত বারিধারা দিয়ে লিখে ফেলব
একটা গোপন উপন্যাস!
তোর সিক্ত ঠোঁটে
খুঁজে পাবো বাঁচার অক্সিজেন!

ডায়েরীর ছেঁড়া পাতায় খুঁজি স্বপ্ন
তোর খুনসুটিগুলোর দাম্ভিক সাক্ষী সে৷

সিটবেল্টে আজ কেউ বাঁধে না আমায়
কাগজের খসখস শব্দের মতো
আমিও আজ পৃথিবীর শেষ রেলের
প্রহর গুনি!
থেকে যাবে কায়া
চলে যাবে মায়া…

Exit mobile version