কবিতা

কবিতা- বসন্তের দিনে

বসন্তের দিনে
– অমরেশ কুমার

 

কখনো তোমার বসন্তে আমাকে ডেকো,আমি বসন্তের কোকিল হব..
ভুলে যেও না তুমি, ডাকতে আমায়, আমি যে মিষ্টি সুরে
কুহু কুহু গান শোনাবো। কখনো তোমার মনের মাঝে একটু জায়গা দিও
স্বপ্নে আমি সেথা, নতুন করে ঘর সাজাবো,
রাখবো ধরে মনের মাঝে, স্মৃতির সুতোয় বেঁধে।।

যদি না ডাকো বসন্তের দিনে, ডেকো আমায়… ঝিরঝিরে বরষায়।
ছাতাটা উড়িয়ে দিয়ে একই সাথে তোমার ওড়নার নিচে ভিজবো ।।
হাতে হাত রেখে হেঁটে চলা আর মুখে চুপি চুপি বলা
স্মৃতিগুলো যাক ধুয়ে এ ঝিরঝিরে বৃষ্টিতে।।
সত্যিই মনোরম! মনোরম বিধাতার সৃষ্টি
প্রেম-ভালোবাসা, তুমি-আমি, আর আজ এই বৃষ্টি ।
সব যেন আসে ফিরে, সবকিছু ঘুরে ফিরে;
সত্যিই লীলার জগৎ মায়াময়।।
যে বসন্ত গেছে চলে, সেকি এলো বর্ষার দিনে ফিরে?

আজ তুমি বসন্তে পুষ্পটিত ফুল ,
তুমি বিকশিত হয়ে ফুটিয়েছ নতুন মুকুল ;
তুমিও ফিরে পেতে চাও সেই বসন্তের দিনগুলি
তুমিও ফিরে পেতে চাও সেই বর্ষায় ভেজা স্মৃতিগুলি
কিন্তু, হায়! বাস্তব বড় কঠিন, বাস্তব বড় কঠোর
মুকুলের টানে, বিকশিত হয়ে রয়ে যেতে হয় জঠরে ।

আমিও স্মৃতিকে পিছনে ফেলে খুঁজে পেয়েছি কুঁড়ি
ঝিরঝিরে বৃষ্টিতে লুকায়ে মন চুরি
ভিজে ওড়নার গন্ধেতে সেই বাস্তব প্রতিশ্রুতি
“ফুল ফুটুক আর নাই ফুটুক আজ যে বসন্ত”।।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page