Site icon আলাপী মন

কবিতা- সাধু সাবধান

সাধু সাবধান
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

নদ-নদী মানুষের পাশে থেকে থেকে
দিনে দিনে অবিবেচক অকৃতজ্ঞ হয়েছে
ততোধিক অকৃতজ্ঞ হবে একদিন
পাতকুয়ো, নলকূপ, ইঁদারা সকল।সেদিন
তৃষ্ণার জল পেতে রক্ত হবে জল।

যেভাবে চলছে এখন জলের অপচয়
সেদিন আর বেশি দূরে নয়
যেদিন জীবনের সমস্ত সঙ্গীত সঞ্চারির পরে
আচমকা থেমে যাবে অন্তরায়
আমাদের অবস্থা হবে তৃষ্ণার্ত কাকটির মতো
কুড়িয়ে বাড়িয়ে নুড়ি ফেলে ফেলে
তুলে আনতে হবে
ধরণী-কলসের দূরতম তলে
জমে থাকা একবিন্দু জল।
জলও হবে আমাদের অত্যধিক শ্রমের ফসল।

অতএব বাঁচতে যদি চান
সাধু,সাবধান।

Exit mobile version