কবিতা- স্বপ্নের পৃথিবী

স্বপ্নের পৃথিবী
– অমিতাভ সরকার

 

তুমি ছিলে মোর অন্তরের বাসনা,
সোহাগী মন ছিল এলে তুমি ঘরে।
ছেড়ে এলে সবকিছু আনন্দের তরে,
বৃন্দাবন রূপ নিল নতুন বাসরে।

আনন্দ আশ্রমে এলো নতুন ধ্রুবতারা,
আনন্দে উৎফুল্ল সবাই হলো দিশেহারা।
চাঁদের আলো আজ ঢেউ তুলে এলো ,
চরাচর বিকশিত যেন সবকিছু পেল।

হাত দু’টি মুষ্টিবদ্ধ প্রতিশ্রুতির পর্ব,
আগামীর পৃথিবী শুধু তার শর্ত।
চন্দ্রিমার আলো শান্ত পরিবেশ;—
ক্ষুধাহীন পৃথিবী, কবিতার দেশ।

Loading

Leave A Comment