কবিতা- আমিই কেন…!

আমিই কেন…!
– জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী

 

ইচ্ছে হয় কখনো কখনো
আমিও না থাকি কোনো নিয়মে….
যখন খুশি উঠি, যখন খুশি বসি…
দেখি যখন কাউকে অনিয়মে জীবন কাটাতে
নিজের প্রয়োজনীয় জিনিস এধার ওধার ছড়িয়ে ছিটিয়ে রাখতে.…
তখন ভাবি– আমি ই কেন এই ঝঞ্ঝাটে পড়ি
সবার সব কিছু যথাস্থান এ গুছিয়ে রাখা
আমিই কেন!
রেখে দিই আমিও জল খেয়ে গ্লাস খাটের নিচে..
ফেলে দিই খেয়ে টফির প্যাকেট বিছানার পিছে…
কাচা কাপড় জামা শুকোতে না দিয়ে, রেখে দিই অমনি।
কারুর অসুবিধা হলে হোক না, আমিই কেন?
আমিই কেন বেঁচে যাওয়া সাবানের টুকরোতে স্নান সারবো ..!
কেন আমিই শেষ হয়ে যাওয়া টিউব খুঁচিয়ে পেস্ট করবো..!
আমিই কেন পাঁউরুটির ওপর নিচের পোড়া শক্ত টুকরোতে ব্রেকফাস্ট সারবো..!
আমিই কেন….কেন আমিই পিষে যাবো প্রতিদিন, প্রতিক্ষণ, সারাটা দিন…
গৃহস্থীর এই চাকায় পিষে কেনো শেষ হবে আমারই জীবন..?
আমিই কেন..!
চলতে দিই এই সংসারকে, প্রতিদিনের সমস্যায় জর্জরিত হতে হতে, চলতে দিই…
আমিই কেন..!

Loading

Leave A Comment