Site icon আলাপী মন

কবিতা- ভালবাসা চেও না

ভালবাসা চেও না
-প্রদীপ কুমার সামন্ত

 

অমাবস্যার নিশীথ রাতে
যদি তুমি আমাকে একটু আলো চাও
আমি দেব–চোখের আলোয় দিশেহারা
পথিককে আপন নীড়ে পৌঁছে দেব ।

গ্রীষ্মের দাবদগ্ধ দ্বিপ্রহরে
তৃষ্ণার্ত পাখির মতো
যদি কখনো তৃষ্ণা পায়
চলে এসো–
দু’হাত ভরে আর্সেনিক মুক্ত জল অঞ্জলি দেব।

যদি কখনো আর্থিক অনটনে কষ্ট পাও
জীবনটা দুঃখ-ব্যথায় ভরে যায়
তুমি চলে এসো-
বৈঠা নিয়ে সুখসাগরে জীবনতরী বাইতে দেব।

মাঝরাতে ঘুম ভেঙে যদি কভু মনে পড়ে
স্মৃতির মণিকোঠা জ্বালা দেয়,
স্বপ্নতরী ভাসিয়ে দিও
দু’জনায় স্বপ্নদোলায় দুলবো
কিন্তু ভালবাসা চেও না, পাবে না,
সেটা হার্দিক প্রেমের অনুভূতির ব্যাপার।

Exit mobile version