কবিতা

কবিতা- কৃষকের কান্না

কৃষকের কান্না
– প্রবীর রায়

 

কৃষক হল দেশের জান আমার-তোমার প্রাণ
টিকিয়ে রেখেছে সৃষ্টি ধরা সে-দেশের অভিমান !
রুক্ষ মাটিতে সোনা ফলাই সে যে অগ্নি-জল-ঝড়ে
লাঙল টানে পেটে অঙ্গার সবই যে-ওরা কাড়ে!
সুজলা-সুফলা পূর্ণ দেশ আজ যে -সবই হারা
সুখ কেড়েছে -প্রাণে মেরেছে ওরা যে-আবার কারা!
জলহীন চাষী কেঁদে মরে শোনার কেউ যে নাই
সাড়-বীজহীন বৃথা সব লোন- কোথাও নাহি পাই!
ব্যবসিক সে ধনী মানুষ কৃষক মাটির কীট!
লোন নিয়ে সে বিদেশ ভাগে গরীবের বেলা গিঁট
নেতার ভাষণ সভা জুড়ে চাষী ভাই রবে সুখে
একবারো কি দিয়েছে উঁকি ধরেছে জড়ায়ে বুকে!
শেষে ক্লান্ত-ব্যর্থ চাষী কিনিয়া আনিলো বিষ!
সপরিবার-বলদ মরে জমিতে ফাঁসী, গলাতে বিষ!

Loading

Leave A Comment

You cannot copy content of this page