কবিতা- প্রেম সার

প্রেম সার
– পলি ঘোষ

 

সীমাহীন সুখের নিরানন্দ
রয়েছি নিদারুন যন্ত্রনায়
ক্রমে ক্রমে বহমান অনুভূতির ছলনায়।

পেয়েও যদি হারায় তোমায়
জাগ্রত তব বিরহ বেদনা,
আমি কাঁদি আমি মরি,
প্রেমের সার বস্তু অনেকের অজানা।

তোমার প্রেমের অসীম শক্তি
মধুরতা মিষ্টতা না পাওয়ার,
নহে প্রেম তব কামনা বাসনা পূরন,
বন্ধুত্ব মেনে নেওয়ার শান্তি, নিষ্কাম।

অবুঝ এই মনের কাননে লাগে ব্যাথা,
বেদনা বিধুর মম হৃদয়,
বিরহ বেদনা, মিলন আনন্দ
প্রেম সুমধুর তাই তো এতো মধুর।

Loading

Leave A Comment