কবিতা- ভৈরবী রাগে

ভৈরবী রাগে
-সুমিত মোদক

পরিযায়ী পাখির মতো উড়তে উড়তে উড়তে উড়তে
ঠিক পৌঁছে যাবো তোমার কাছে;
তুমি তখন ভৈরবী রাগে ভিজিয়ে দিও আমায়;
সাজিয়ে রেখো তোমারই অস্পষ্ট সংলাপ;
না বলা কথা গুলো…
পূর্বপুরুষের পথ ধরে ঠিকই পৌঁছে যাবো
একদিন তোমার চরাচর ভূমিতে;
আমার পূর্বজদের চরাচর ভূমিতে…
পরিযায়ী পাখির মতো আমার পূর্বজ
স্মৃতিরেখায় দিয়ে গিয়েছে পথ নির্দেশ;
জিনতত্ত্বে ছুটে চলার উদ্যম;
তুমি কি আমার জন্য সাজিয়ে রেখেছো চিতাকাঠ!
শ্মশান জাগানো রাগিনী!
আগুনের লেলিহান শিখা …
মৃত্যুকে চিরটাকাল নাবালক করে রেখেছি;
তাকেও দিয়েছি বাঁচার মন্ত্র
পরিযায়ী পাখির ডানা;
তুমি না চাইলেও তোমাকে দিয়ে আসবো
কিছু পংক্তি- কিছু উচ্চারণ- বসন্ত-বাহার।

Loading

Leave A Comment