তোমার নামের বৃষ্টি
-পায়েল সাহু
তোমার নামে বৃষ্টি মেখে ভিজেছি কাল সন্ধ্যায়;
বহু বছর বাদে এক ঘন ঘোর বর্ষায়।
শিশু সুলভ আনন্দে পা ডুবিয়েছি জমা জলে,
পথচারীরা অবাক্ দৃষ্টিতে তাকিয়েছে পাগলী বলে।
সেই স্কুল থেকে ফেরার পথে জমা জল পার করে আসতাম বাড়ি,
বান্ধবীরা সঙ্গী না হলে কপট রাগে করতাম কখনো আড়ি।
কাল বাজের আওয়াজে চমকে উঠেছি বার বার,
জানিনা কেন তোমার জন্য উদ্বিগ্ন হয়েছি আবার।
কোথায় তুমি, সাবধানে ফিরো বলা বা শোনা এখন বারণ,
তবু মনকে বোঝানোর পাইনি কোনো কারণ।
কাল সন্ধ্যায় বৃষ্টি মেখে ছোটবেলার গল্প বলেছি তোমায় মনে মনে,
শুনেছিলে সব? হেসেছিলে আনমনে?
কাল সন্ধ্যায় বৃষ্টি মেখে জড়িয়েছি তোমায় অঙ্গে,
নাই বা থাকলে পাশে তুমি মনে মনে থেকো আমার সঙ্গে।