কবিতা

কবিতা- প্রেম

প্রেম
-তোফায়েল আহমেদ

 

প্রেম ঝরে যায় সৃষ্টির স্বভাব উল্লাসে,
আবার, জেগে উঠে প্রেম রসায়ন বিলাসে।

প্রেম রক্ত কনিকা থেকে অনুভূতি কুড়ায়,
যুদ্ধে দলিত মথিত হয়ে অয়োব জুড়ায়।

প্রেম সৃষ্টির অলংকার জীবনের সার,
আষ্ঠে পিষ্ঠের বাঁধনে সুখ চমৎকার।

প্রেমের যখন ক্ষুধা পায় অনুভবে জানায়,
মোহনার মিলন কালায় সুধায়,কানায় কানায়।

প্রেম চঞ্চল করে মনকে স্বকীয় ব্যঞ্জনায়,
মন,প্রেমের রসিক মিতা চয়ন উত্তেজনায়।

প্রেম যৌবনের বাহার শিকারে করে আহার,
বপনে সম ফসল ফলায় বৈধতায় আরবার।

প্রেম কল্পানার গিতালী ছায়াছবি বানায়,
প্রেম ছাড়া ভালোবাসা সৃষ্টির নাহি মানায়।

প্রেম এক গোপন শিহরণ শরীরের নির্যাস,
মনের পাহারায় প্রেমের উদয় পাগলের করে, চাষ।

Loading

One Comment

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>