কাব্যের খোঁজে
– নৃপেন্দ্রনাথ মহন্ত
অলীক এক সমুদ্রের তীরে বসে
একের পর এক ঢেউয়ের মৃত্যু ও পুনর্জন্ম দেখি
মনে হয় হাতে হাত কাঁধে কাঁধ সহস্র উন্মাদ
দুশো বছর আগে ডুবে যাওয়া জাহাজের খোঁজে
ডুবুরি সেজেছে।
ওদের নীলচোখে মৃত্যু বুঝি ঘাপটি মেরে আছে।
ওরা নাকি কাব্য খোঁজে
যদিও বহুদিন কেটে গেছে শব্দসহবাসে
বে-আব্রু শব্দেরা সব রূপজীবী গণিকার বেশে
নিজেরে হারিয়ে খোঁজে।
কালের ঢেউয়ে ঢেউয়ে মুছে গেছে নিজেদের রূপ
হারিয়েছে সমস্ত সমীহ।
সমুদ্র কি ফেরাবে সেই রূপ
সচরাচর যেমন সে ফেরায়?