কবিতা- শুধু শব্দেরা

শুধু শব্দেরা
-অযান্ত্রিক


তুমি ডাকছো আমায় অথচ আমি শুনতে পাচ্ছি না,
আমি ডাকছি তোমায় কিন্তু তুমি শুনতে পাচ্ছোনা।
শুধু শব্দেরা, শব্দের মতো ভালোবাসা শুনে যাচ্ছে।

তুমি আমাকে কবিতা শোনাও,আমি শুনছি না,
আমি তোমাকে রক্তপাত দেখাই, তুমি দেখছো না।
অথচ শব্দেরা,শব্দেরই তালে তালে নেচে যাচ্ছে।

তুমি নাম কেটে দাও যেখানে শুধু কবিতা পড়ে লোক,
আমি উদ্বোধনের আড়াল থেকে তুলে আনি শব্দ শাবক।
অথচ শব্দেরা,শব্দেরই কানে বলে আছে অসমাপ্ত কাজ,

তুমি হাতে হাত রাখো বলে যাও ,তুমিও শব্দ কাঙাল,
আমি ভেজা রুমাল তুলে দেখাই শব্দ রক্তে ভিজে লাল।
শুধু কলমের দায়বদ্ধতা কথা বলে যাচ্ছে একলাই আজ।

Loading

Leave A Comment