সৃষ্টির ধারা
-তমালী বন্দ্যোপাধ্যায়
স্রষ্টা সুন্দর।
সুন্দর তাঁর সকল সৃষ্টি।
সুন্দর এই পৃথিবী, উদ্ভিদ, পশুপাখি, মানুষ।
তাঁর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, কথা বলে।
তার শরীর আছে, মন আছে, প্রেম আছে।
নারী-পুরুষের প্রেম।
কাছে আসা, ভালোবাসা, গর্ভধারণ, নতুন সৃষ্টি।
বয়ে চলে জীবনের ধারা।
বড় সুন্দর এই সৃষ্টির খেলা।
বড় স্বাভাবিক তার ছন্দ।
এর মাঝে কোন পাপ নেই।
যদিও মানুষ উন্নত জীব।
নিজস্ব যা কিছু গোপনীয় রাখে।
ঘর বাঁধে তাই।
একটা নিরালা ঘরে…গোপনীয় স্নানঘর, নির্জন গোপনীয় শয়নের ঘর।
সভ্য মানুষ গোপনীয়তা খোঁজে।
মন আছে তার।
তাই কখন বা মন ভাঙে, ভাঙে বিশ্বাস।
তার সাথে ভেঙে যায় সাজানো সে ঘর।
যতই থাকুক এই কাটাকুটি খেলা।
তাও সে সারাটি জীবন ধরে খুঁজে চলে সম্পর্কের ঘ্রাণ আর ফিরে পেতে চায় এক স্থিতিশীল সংসার।
বয়ে চলে সৃষ্টির ধারা।।