Site icon আলাপী মন

চিঠি

চিঠি
– সুজিত চ্যাটার্জি

 

 সম্বোধন নিষ্প্রয়োজন ,
                             কেমন আছিস জিজ্ঞেস করা, লৌকিকতার পোশাকিভদ্রতা। সেটুকু ভব্যতায় না গিয়ে শুধু জানালাম, আমি আর তোর মা, বেঁচে আছি। নিছক সংবাদ হিসেবে গ্রহণ করলেও, সমাজ সংসারের কোনও ক্ষতি বা শ্রীবৃদ্ধি হবেনা।
তোদের একটি ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, লোক মুখে জানলাম। সত্য মিথ্যা জানিনা।
যদি ঈশ্বর কৃপায় সত্য হয়, তবে দেবশিশু, শ্রীজিত এর প্রতি শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ বর্ষন করুন, এই কামনা।
মূল্যহীন অমূলক সৌজন্য ভরা আশীর্বাদ দেবার নাটকীয় চেষ্টাও করলাম না।
আর কোনও সংবাদ, দেওয়ার বা নেওয়ার ইচ্ছে চোখের জলে প্লাবিত। তাই এখানেই থামা।
ধন্যবাদ।

                                                                     

                                                                         একজন বেদনাহত বৃদ্ধ বাবা।

 

Exit mobile version