Site icon আলাপী মন

কবিতা- আমি রূপ দেখাব না

আমি রূপ দেখাব না (বাউল)
-সঞ্জিত মণ্ডল

 

আমি রূপ দেখাব না–
যতই করো আনাগোনা, রূপ দেখাব না।

রূপে আমি রূপসী হলাম,
কাঞ্চনজঙ্ঘা হল আমার নাম,
ওরে সেই নামেতে খুঁজলে মোরে
পুরবে রে তোর পুরবে মনস্কাম।

নিবাস আমার মেঘের ওপারে
বৃষ্টি ধোয়ায় পা বারে বারে,
সেই পা ধোয়া জল নদী রূপে
যায় সাগর পারে।
তবু রূপ দেখাব না —

দেবতা থাকেন মাথার উপরে
দিনমনি আলোর মালায় রোজ পূজা করে।
সেই প্রভাত আলোর সোনার কিরণ
যায় ভুবন ভরে, কোনো বাধা মানে না।
তবু রূপ দেখাব না—

চেনা অত সহজ নয় আমায়,
আমায় চিনতে গেলে লাগে গো সময়,
সাধক বন্ধু ঋষি মুনি, আরো যে সব নামে চিনি,
হাজার বছর যাতায়াতে চিনতে পারে না।
আমার সে রূপ দেখতে যে পায় না।
আমি রূপ দেখাব না–

মেঘে ঢাকা অঙ্গ যে আমার,
অনিন্দ্য সেই রূপের বাহার।
উঁকি ঝুঁকি মারলে তবু দেখতে পাবে না।
সাধন বিনে সকল কামে দেখা দেবো না।
আমি রূপ দেখাব না–

Exit mobile version