নামের দোষে
-পাপিয়া ঘোষ সিংহ
আমরা বড়োই আধূনিক, পয়সাওয়ালাও বেশ,
অনলাইনে খাবার অর্ডার, আভিজাত্যের আয়েশ।
খাবো আমি বিরিয়ানী, আফগানি, মোগলাই,
ডেলিভারি বয় ফারুক আলি, চলবে না তো ভাই।
আমার এদেশে আমন্ত্রণে, রথী,মহারথীর আগমনে
পাঁচতারার ডাইনিং এ ব্যস্ত অতিথি পরায়ণে।
দেখতে যায় কি শেফের নাম? বা বাবুর্চি, খানসামা,
গরীব ফারুক আলি বলেই, খাবার দেওয়া মানা?
ইফতার পার্টিতে যাওয়ার নাটকটা বেশ জমে,
মন্ত্রী, সান্ত্রী সবাই বসে ধর্মনিরপেক্ষতার নামে-
উদারতার নজির গড়ি, ভোটের বাজার গরম,
শুধু গরীব ফারুক আলী হ’লেই খোয়া যায় ধরম!
এদেশ না কি তোমার, আমার, হিন্দু-মুসলমানের,
শিখ, বৌদ্ধ, পারসিক, জৈন এবং খ্রিষ্টানের,
ধর্মনিরপেক্ষতা আজকে চাইছো দিতে মুছে,
সংবিধানে আঘাত হেনে, ভাবছো যাবে বেঁচে?
হয়তো তোমরা আজকে হয়েছো মহান শক্তিমান,
জনগণ জেনো, সইবে না এত ক্ষমতার আস্ফালন।
ইতিহাস সাক্ষী আছে, গনতন্ত্র উঠবে জেগে।
তুষের আগুন উঠবে জ্বলে, যেতে হবেই সেদিন ভেগে।