অণু কবিতা- মনসাগরে

মনসাগরে
– মৈত্রেয়ী ঘোষ

জানিস্ ওরে মন–
দুঃখ গুলো বড্ড টানে
কারণ তারা একান্ত আপন
ছায়া হয়ে থাকে পাশাপাশি।

হঠাৎ সেদিন মন কাননে
এক ফালি সুখের চাঁদ
যেই না তাকে ছুঁতে গেছি–
অমনি সে চঞ্চলা।

আসলে তুই ভীষণ স্পর্শকাতর
আঘাত পেলেই করিস স্মরণ,
আর ক্ষণিকের সুখস্মৃতি
হারিয়ে ফেলিস অতল মনসাগরে।

Loading

Leave A Comment